Posts

Showing posts from December, 2019

আয়ের হিসেবে বিশ্বের সেরা দশ ইউটিউবার ২০১৯

Image
বর্তমানে ইউটিউব একটি আয়ের উৎস হিসেবে দাঁড়িয়েছে। ইউটিউবে কন্টেন্ট নির্মাণ করে অনেকে আয় করছে কোটি কোটি ডলার যেগুলো বাংলাদেশি টাকায় কোটি-কোটি কোটি টাকা। আর এবছর তাই বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করেছে আয়ের দিক দিয়ে সেরা ইউটিউবারদের তালিকা। বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা, নিজ নামে পণ্যসামগ্রী বিক্রি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য উৎস থেকে আয়ের কর কর্তনের আগের আনুমানিক হিসাব করে এই তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকীটি। এ বছর শীর্ষ ১০ ইউটিউবারের মোট আয় ১৬ কোটি ২০ লাখ ডলার।


 মা-বাবা ও যমজ বোনের সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকে রায়ান। ইউটিউব চ্যানেলের ২ কোটি ৩০ লাখ সাবস্ক্রাইবারের জন্য প্রায় প্রতিদিন নতুন ভিডিও প্রকাশ করে সে। তার ভিডিওগুলোর ভিউয়ের সংখ্যা মিলিয়ন এবং কিছু ভিডিওর বেলায় বিলিয়ন ছাড়িয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়, ইউটিউব ভিডিওতে শিশু থাকলে গড়ে অন্যান্য ভিডিওর তুলনায় তিন গুণ বেশি মানুষ দেখে থাকে। তবে রায়ানের ভাষায়, মানুষ তার ভিডিও দেখে, কারণ, সে মজার।


 দেখে নিন আয়ের হিসেবে শীর্ষ ১০ ইউটিউবারের তালিকাটি:


১। রায়ান কাজি - ২ কোটি ৬০ লাখ ডলা…

২০১৯ সালের সেরা পাঁচ ফোন

Image
২০১৯ সালে আমরা ফোনের বাজারে অসাধারণ কিছু ফোন দেখেছি। ফোনগুলোর ফিচার আমাকে খুবই আকর্ষিত করেছে। অনেক ফোনের দাম খুবই বেশি। এই ফোনের কিছু ব্যাটারির জন্য ভালো, আবার কিছু ক্যামেরার জন্য ভালো। কিন্তু নিচে সবকিছু মিলিয়ে ভালো ও সেরা ফোনের তালিকা দেয়া হলো। কেউ যদি কিন্তে চাও তাহলে এগুলো থেকে একটি ফোন নিয়ে নিতে পারো।

-- স্যামসাং গ্যালাক্সি নোট১০+ -- সুবিধাঃ

ব্যাটারি খুব শক্তিশালীনচ খুবই ছোটএস পেন স্টাইলাস রয়েছেঅসুবিধাঃ

হ্যাডফোন জ্যাক নেইদাম অনেক বেশিআকারে বড় হওয়ায় হাতে নিতে সমস্যা হয় অনেকেরদামঃ ১৩৪,৫০০টাকা
-- ওয়ানপ্লাস ৭প্রো --
সুবিধাঃ এখন পর্যন্ত সবচেয়ে ফাস্ট এন্ড্রয়েড ফোনকোন নচ নেইএটির ওএস খুবই স্মুথঅসুবিধাঃ কোন হ্যাডফোন জ্যাক নেইদামঃ ৬৮,৯৯০ টাকা
-- গুগল পিক্সেল ৪ --
সুবিধাঃ সেরা ক্যামেরানচবিহীন সুন্দর ডিজাইন৯০হারটজ এর ডিসপ্লেঅসুবিধাঃ
ব্যাটারি তেমন ভালো নয়দামঃ ৭৬,৫০০ টাকা
-- অ্যাপেল আইফোন ১১প্রো --

সুবিধাঃ ডুয়েল সিমব্যাটারি লাইফ ভালোঅসুবিধাঃ অনেক দামীদামঃ ৯৮,০০০ টাকা
-- আসুস রগ ফোন ।। --
সুবিধাঃ ৮/১২জিবি র‍্যামএমোলেড ডিসপ্লেগেমিং এর সেরা ফোনঅসুবিধাঃ মেমোরি কার্ড স্লট নেইদামঃ ১০৮,৫০০ টাকা